Alim Bangla 2nd Paper Grammar Part (Bengali spelling rules) Book PDF
বইয়ের পাঠ পরিচিতি
- বাংলা বানান পদ্ধতির প্রয়োজনীয়তা আলোচনা কর।
- বাংলা বানান পদ্ধতির পাঁচটি ভুল ধারণা আলোচনা কর।
- বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখ। অথবা, আধুনিক বাংলা বানানের দশটি নিয়ম উদাহরণসহ লেখ। [য., সি., দি., ব. বো.'১৯) অথবা, প্রমিত বাংলা বানানের তিনটি নিয়ম লেখ। অথবা, আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ। অথবা, প্রমিত বাংলা বানানের যে-কোনো দশটি নিয়ম উদাহরণসহ উল্লেখ কর। তৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমির পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ। [ঢা. বো. ২০১৯] অথবা, বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম লেখ।[রা. বো. '১৯] বাংলা একাডেমি প্রণীত বাংলা আধুনিক নিয়ম অনুসারে অ- তৎসম শব্দের যে-কোনো পাঁচটি বানান সূত্র উদাহরণসহ লেখ। বাংলা বানানের কয়েকটি নিয়ম বা রীতি আলোচনা কর। অথবা, বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
- বাংলা বানানে আ-কার (1) ব্যবহারের পাঁচটি নিয়ম লেখ।
- বাংলা বানানে এ-কার ()ে ব্যবহারের পাঁচটি নিয়ম লেখ।
- বাংলা বানানে ই-কার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ। [আ. প. ২০১৬, '১৯) অথবা, বাংলা বানানে ই-কারের ৫টি ব্যবহার দেখাও।
- বাংলা বানানে ঈ-কার (ী) ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
- বাংলা বানানে ই, ঈ, উ, ঊ-এর ব্যবহার সম্পর্কে আলোচনা কর।
- উদাহরণসহ বাংলা বানানে উ-কার ব্যবহারের সূত্রগুলো উল্লেখ কর। অথবা, বাংলা বানানে উ-কার (1) ব্যবহারের নিয়মগুলো বর্ণনা কর।
- উদাহরণসহ বাংলা বানানে উ-কার (৭) ব্যবহারের সূত্রগুলো উল্লেখ কর। অথবা, বাংলা বানানে উ-কার (২) ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
- বাংলা বানানে এ, অ্যা, ও-এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা কর।
- বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে ই, উ, ক্ষ, শ এবং রেফ () ব্যবহারের নিয়ম উদাহরণসহ লেখ। [এইচএসসি প. ২০১৮]
- র-ফলা ও রেফের ব্যবহার উদাহরণসহ লেখ।
- বাংলা বানানে ক্ষ, মূর্ধন্য-ণ ও দন্ত্য-ন-এর ব্যবহার আলোচনা কর।
- বাংলা শব্দে শ, ষ, স-এর ব্যবহার সম্পর্কে পাঁচটি নিয়ম লেখ। বাংলা ভাষায় বিদেশি শব্দ লেখার পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ [আ. প. ২০১৬] অথবা, বাংলা ভাষায় বিদেশি শব্দ লেখার নিয়মগুলো উদাহরণসহ আলোচনা কর।
- বাংলা বানানে হসচিহ্ন ও ঊর্ধ্ব কমা ব্যবহারের নিয়ম লিপিবদ্ধ কর।
- বাংলা বানানে জ, য-এর ব্যবহার আলোচনা কর।
- বাংলা বানানে 'ঙ' ও 'ং' ব্যবহারের নিয়মগুলো উদাহরণসহ আলোচনা কর। অথবা, উদাহরণসহ বাংলা বানানে 'ঙ' ও 'ং' ব্যবহারের সূত্রগুলো উল্লেখ কর।
- বাংলা বানানে য-ফলা ব্যবহারের নিয়মগুলো উদাহরণসহ লেখ।
- নিত্য মূর্ধন্য 'ণ'-বাচক শব্দ বলতে কী বোঝ? দৃষ্টান্তসহ উল্লেখ কর।
- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি কর্তৃক প্রণীত বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
- আধুনিক বাংলা বানানের গুরুত্বপূর্ণ পাঁচটি নিয়ম লেখ।
- বাংলা বানানে বিসর্গ (ঃ) ব্যবহারের নিয়মগুলো লেখ।
- ণত্ব ও ষত্ব বিধান
- ণত্ব বিধান ও ষত্ব বিধান বলতে কী বোঝ? উদাহরণসহ আলোচনা কর। অথবা, ণত্ব বিধান ও ষত্ব বিধান কাকে বলে? ণত্ব ও ষত্ব বিধানের নিয়ম বর্ণনা কর। ণত্ব বিধি বলতে কী বোঝ? ণত্ব বিধির নিয়মগুলো লেখ। অথবা, ণত্ব বিধান বলতে কী বোঝ? ণত্ব বিধানের পাঁচটি নিয়ম লেখ। [আ. প. ২০১৮; কু. বো. '১৯] অথবা, ণত্ব বিধান কাকে বলে? ণত্ব বিধানের তিনটি নিয়ম লেখ।
- ষত্ব বিধান কাকে বলে? ষত্ব বিধানের পাঁচটি নিয়ম লেখ। [আ. প. ২০১৭] অথবা, ষত্ব বিধি বলতে কী বোঝ? ষত্ব বিধির নিয়মগুলো লেখ।
- নিচের যে-কোনো পাঁচটি বানান শুদ্ধ করে লেখ। নিচের যে-কোনো পাঁচটি বানান শুদ্ধ করে লেখ।
- নিচের যে-কোনো পাঁচটি বানান শুদ্ধ করে লেখ।
- কতিপয় শুদ্ধ বানানের উদাহরণ :