Alim Bangla 2nd Paper Grammar Part (Phraseology) Book PDF
বইয়ের পাঠ পরিচিতি
- একটি সার্থক বাক্য গঠনে কী কী গুণ থাকা আবশ্যক? আলোচনা কর। [আ. প. ২০০৭, '১৪; সি. বো. '১৯] অথবা, বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্য গঠনে কী কী গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? উদাহরণসহ বুঝিয়ে লেখ।[আ. প. ১৯৯৭, '০০, '০২, '১৯; সকল বো. ২০১৮; রা. বো. '১৯] অথবা, একটি সার্থক বাক্যের কী কী বৈশিষ্ট্য থাকা আবশ্যক? উদাহরণসহ লেখ। [আ. প. ২০১৬]
- বাক্য-পরিবর্তন বা রূপান্তর বলতে কী বোঝ? উদাহরণসহ বিশ্লেষণ কর।
- বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ লেখ। [আ. প. ২০১৬; ঢা. বো., কু. বো., য. বো., দি. বো. '১৯] অথবা, বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ। [আ. প. '০৬, '১০] অথবা, বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাংলা বাক্য কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণসহ লেখ। [আ. প. ২০১৫]
- খণ্ডবাক্য, কাকে বলে? খণ্ডবাক্য কত প্রকার ও কী কী? আলোচনা কর।
- অধীন/আশ্রিত খণ্ডবাক্য কাকে বলে? এর প্রকারভেদ উদাহরণসহ আলোচনা কর।
- সম্মুখন কাকে বলে? উদাহরণসহ আলোচনা কর। নির্দেশক বাক্য কাকে বলে? এটা কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ।
- সাপেক্ষ সর্বনাম কাকে বলে? এ ধরনের তিনটি করে উদাহরণের দুটি করে বাক্যে প্রয়োগ দেখাও।
- বাক্যের যোগ্যতার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো আলোচনা কর।
- জটিল বাক্য কাকে বলে? জটিল বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ লেখ।
- পরপদে 'বাহী' ও 'জীবী' আছে এমন শব্দ দিয়ে ৫টি জটিল বাক্যের প্রয়োগ দেখাও।
- পরপদে 'বাহী' ও 'জীবী' আছে এমন পাঁচটি শব্দ নিয়ে যৌগিক বাক্য গঠন কর।
- বাক্যে পদসংস্থাপনার ক্রম বা পদক্রম বলতে কী বোঝ? বাংলা পদক্রমের নিয়মগুলো উদাহরণসহ লেখ।
- কী কী কারণে বাক্য তার যোগ্যতা গুণটি হারায়? উদাহরণসহ ব্যাখ্যা কর।
- স্বীকৃতি ও অস্বীকৃতি বাক্য বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
- কী কী উপায়ে উদ্দেশ্যের সম্প্রসারণ হতে পারে? উদাহরণ দিয়ে দেখাও।
- কী কী উপায়ে বিধেয়ের সম্প্রসারণ করা যায়? সেগুলোর উদাহরণ দাও।
- অর্থানুসারে বাংলা বাক্যগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? উদাহরণসহ লেখ। [চ. বো. '১৯; ব. বো. '১৯]
- সরল ও যৌগিক বাক্যের পার্থক্য নিরূপণ কর। [আ. প. ২০১৭]
- উদ্দেশ্য বলতে কী বোঝ? কীভাবে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটে? উদাহরণ দাও।
- বিধেয় বলতে কী বোঝ? বিধেয়ের সম্প্রসারণ প্রক্রিয়াটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
- জটিল বাক্য ও যৌগিক বাক্যের পার্থক্য দেখাও।
- সরল ও জটিল বাক্যের মধ্যে পার্থক্য উদাহরণসহ লেখ [আ. প. ২০১৮]
- সম্পূরক ও বিধেয়ের প্রসারকের মধ্যে পার্থক্য কী? উদ্দেশ্য ও বিধেয়ের প্রসারক কী কী উপায়ে গঠিত হতে পারে?
- সম্মুখন ও পদবিপর্যয় বলতে কী বোঝ? উদাহরণসহ লেখ।
- ড্যাশচিহ্ন কী? ড্যাশচিহ্নের চারটি ব্যবহার দেখাও।
- উক্তি পরিবর্তনের যে-কোনো পাঁচটি নিয়ম লেখ।
- প্রশ্নসূচক ও অনুজ্ঞাসূচক বাক্যের উক্তি পরিবর্তনের নিয়মগুলো উদাহরণ সহযোগে লেখ।
- প্রত্যক্ষ উক্তির কোন কোন স্থলে পরোক্ষ উক্তিতে কোনো পরিবর্তন হয় না? উদাহরণসহ লেখ।
- যতি বা ছেদচিহ্ন বলতে কী বোঝায়? যতিচিহ্ন ব্যবহারের গুরুত্ব কী?
- বাংলা বাক্যে বন্ধনী ( ) [ ] চিহ্নের প্রয়োেগ দেখাও।
- বাংলা বাক্য বর্জন চিহ্নের [....] ব্যবহার দেখাও।
- দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহারের পাঁচটি সূত্র দৃষ্টান্তসহ উল্লেখ কর। উদ্দেশ্য ও বিধেয় বলতে কী বোঝ? উদাহরণসহ আলোচনা কর। অথবা, বাক্যের কয়টি অংশ ও কী কী? উদাহরণসহ লেখ।
- বিরামচিহ্ন কাকে বলে? বিরামচিহ্নগুলোর নাম ও আকৃতি বর্ণনা কর।
- বিরামচিহ্ন বলতে কী বোঝ? বিরামচিহ্নের ব্যবহার উল্লেখ কর।
- নিম্নলিখিত বিরামচিহ্নের ব্যবহারবিধি লেখ:
- উক্তি বলতে কী বোঝ? উক্তি কয় প্রকার ও কী কী?
- বাক্য রূপান্তর কর: