Dakhil Nine and Ten Quran Majeed and Tajweed (Sura Ale Imran: Ayat 102-148) Guide PDF
শিখনফল এ পাঠ অনুশীলন শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে...
- রুকু: ১১ থেকে ১৫
- আয়াত : ১০২ থেকে ১৪৮
- মহান আল্লাহকে ভয় করা।
- উহুদ যুদ্ধের ঘটনা।
- দ্বীনের উপর ঐক্যবদ্ধ থাকা, বিচ্ছিন্ন না হওয়া।
- ইসলামের শিক্ষা।
- সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা।
- সুদের পরিচয় ও হুকুম।
- বিচারদিনে নেককার ও পাপিদের পরিণতি।
- গুনাহের জন্য মহান আল্লাহর নিকট তাওবা করা।
- উম্মতে মুহাম্মদি সর্বশ্রেষ্ঠ জাতি।
- মুনাফিক ও কাফিরদের সাথে বন্ধুত্বের বিধান।
- সর্বাবস্থায় ধৈর্যধারণ ও তাকওয়া অবলম্বন করা।
- বিপদে হতাশ ও নিরাশ না হওয়া।
- বিপদ আপদ মহান আল্লাহর পক্ষ থেকে আসে।