২০২৫ সালের আলিম পরীক্ষার রুটিন/Alim Exam Routine 2025

Sayemul Kabir
0
Join Telegram for More Books
২০২৫ সালের আলিম পরীক্ষার রুটিন/Alim Exam Routine 2025

২০২৫ সালের আলিম পরীক্ষার রুটিন/Alim Exam Routine 2025

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের আলিম পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন, শেষ হবে ১২ আগস্ট।

কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হবে এ বছরের আলিম পরীক্ষা। আর পরীক্ষা শেষ হবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে।

আলিম পরীক্ষার কাঠামো ও সময়সীমা:

২০২৫ সালের আলিম পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময় বিভাজন নিম্নরূপ:

  • ৩০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার সময়: ৩০ মিনিট
  • ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
  • ব্যবহারিক বিষয়-সংবলিত পরীক্ষার ক্ষেত্রে:
  • ২৫ নম্বরের MCQ অংশের সময়: ২৫ মিনিট
    ৫০ নম্বরের CQ অংশের সময়: ২ ঘণ্টা ৩৫ মিনিট

ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি:

ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট থেকে ২১ আগস্ট এর মধ্যে। বোর্ড প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাঁর প্রতিনিধি ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও প্রয়োজনীয় কাগজপত্র আলিম শাখায় হাতে হাতে জমা দেবেন। ২৪ আগস্টের মধ্যে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার নম্বর অনলাইনে মাদ্রাসা শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।

বিষয় কোড বিষয় তারিখ ও দিন
(সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত)
২০১কুরআন মাজিদ ২৬.০৬.২০২৫ বৃহস্পতিবার
২০৫আরবি প্রথম পত্র (সাধারণ বিভাগ) ২৯.০৬.২০২৫ রবিবার
২২৩ আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) ২৯.০৬.২০২৫ রবিবার
২৩৬বাংলা প্রথম পত্র ০১.০৭.২০২৫ মঙ্গলবার
২৩৭বাংলা দ্বিতীয় পত্র ০৩.০৭.২০২৫ বৃহস্পতিবার
২৩৮ইংরেজি প্রথম পত্র ০৭.০৭.২০২৫ সোমবার
২৩৯ইংরেজি দ্বিতীয় পত্র ১০.০৭.২০২৫ বৃহস্পতিবার
২০২হাদিস ও উসুলুল হাদিস ১৩.০৭.২০২৫ রবিবার
২০৬আরবি দ্বিতীয় পত্র ১৫.০৭.২০২৫ মঙ্গলবার
২০৩আল ফিকহ প্রথম পত্র ১৭.০৭.২০২৫ বৃহস্পতিবার
২০৪আল ফিকহ দ্বিতীয় পত্র ২০.০৭.২০২৫ রবিবার
২৪০তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২২.০৭.২০২৫ মঙ্গলবার
২১০ বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ) ২৪.০৭.২০২৫ বৃহস্পতিবার
২২৪২৪.০৭.২০২৫ বৃহস্পতিবার বিষয়
২৩২তাজভিদ প্রথম পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) ২৪.০৭.২০২৫ বৃহস্পতিবার
২০৯ইসলামের ইতিহাস ২৭.০৭.২০২৫ রবিবার
২২৫পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) ২৭.০৭.২০২৫ রবিবার
২৩৩তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) ২৭.০৭.২০২৫ রবিবার
২৩৩রসায়ন প্রথম পত্র (তত্ত্বীয়) ৩০.০৭.২০২৫ বুধবার
২৩৩ অর্থনীতি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়) ৩০.০৭.২০২৫ বুধবার
২৪১পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র (অতিরিক্ত বিষয়) ৩০.০৭.২০২৫ বুধবার
২১৯ উর্দু প্রথম পত্র (অতিরিক্ত বিষয়) ৩০.০৭.২০২৫ বুধবার
২২১ফার্সি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়) ৩০.০৭.২০২৫ বুধবার
২২৭০৩.০৮.২০২৫ রবিবার বিষয়
২১৪০৩.০৮.২০২৫ রবিবার বিষয়
২৪২পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র (অতিরিক্ত বিষয়) ০৩.০৮.২০২৫ রবিবার
২২০উর্দু দ্বিতীয় পত্র (অতিরিক্ত বিষয়) ০৩.০৮.২০২৫ রবিবার
২২২ফার্সি দ্বিতীয় পত্র (অতিরিক্ত বিষয়) ০৩.০৮.২০২৫ রবিবার
২৩০জীববিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়) ০৬.০৮.২০২৫ বুধবার
২৩১জীববিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) ০৭.০৮.২০২৫ বৃহস্পতিবার
২২৮উচ্চতর গণিত প্রথম পত্র (তত্ত্বীয়) ১০.০৮.২০২৫ রবিবার
২২৯উচ্চতর গণিত দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) ১২.০৮.২০২৫ মঙ্গলবার

ছাত্রদের জন্য বিশেষ নির্দেশাবলি

  • ২০২৫ সালের আলিম পরীক্ষা এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ সময়ে এবং পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে;
  • পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে;
  • প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে;
  • ৩০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘন্টা ৩০ মিনিট, ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি (MCQ) অংশের জন্য সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল (CQ) অংশের জন্য সময় ২ ঘন্টা ৩৫ মিনিট;
  • পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না;
  • পরীক্ষা কক্ষে প্রশ্নপত্র ও উত্তরপত্র বিতরণঃ
  • সকাল ১০.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে • সকাল ০৯.৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ; • সকাল ১০.০০ টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ; • সকাল ১০.৩০ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ (২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.২৫ মিনিট এবং ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.৩০ মিনিট);

  • পরীক্ষার্থীগণ তাঁদের প্রবেশপত্র নিজ নিজ মাদ্রাসা প্রধানের নিকট হতে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ০৭ (সাত) দিন পূর্বে সংগ্রহ করবেন;
  • প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত মূল উত্তরপত্র এবং MCQ-OMR ফরমে তার পরীক্ষার রোলনম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, বিষয়কোড ইত্যাদি যথাযথভাবে লিখে কালো কালির বলপয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাট করবে। কোনভাবেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না;
  • ব্যবহারিক সম্বলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে;
  • প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না;
  • ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে বিজ্ঞান বিভাগ আছে এমন নিকটস্থ মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে;
  • পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর (Non-Programmable) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না;
  • ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগাযোগের প্রয়োজনে সাধারণ (নন-এনড্রয়েড) মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন;
  • তত্ত্বীয়/সৃজনশীল/বহুনির্বাচনি, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে। পরীক্ষার্থীর স্বাক্ষরলিপি পরীক্ষায় তার উপস্থিতির নির্ভরযোগ্য দলিল হিসাবে বিবেচিত হবে;
  • মুজাব্বিদ মাহির বিভাগের কিরআতে তারতিল (বিষয় কোড-২৩৪) ও কিরআতে হাদর (বিষয় কোড-২৩৫) এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে;
  • পরীক্ষার ফল প্রকাশের পর বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।

Download Alim Exam Routine 2025 PDF

নিচের লিংক থেকে আলিম পরীক্ষার রুটিনের পিডিএফটি ডাউনলোড করে নিন।

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!